
চট্টগ্রাম অফিস: নগরীর পতেঙ্গায় অভিযান চালিয়ে ২০৩ ক্যান বিয়ারসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব-৭ এর একটি দল।
মঙ্গলবার এএসপি শাহেদা সুলতানার নেতৃত্বে রাত ১টা ৪৫ মিনিটে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. কামাল উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম রিপন (২২) ও মো. পারভেজ আলমকে (২৫)।
এ প্রসঙ্গে র্যাবের এএসপি শাহেদা সুলতানা চট্টগ্রাম নিউজকে জানান, নগরীর দক্ষিণ পতেঙ্গার হামজা বাবার বাড়ির কামাল উদ্দিনের বসতঘরে কিছু মাদকব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ঐ স্থানে অভিযান চালিয়ে ২০৩ ক্যান বিয়ারসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত বিয়ারের আনুমানিক মূল্য ১ লাখ ১হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী কার্যক্রম নেয়া হচ্ছে বলে জানান তিনি।