-
- কাতারে বাংলাদেশীদের মধ্যে উদ্বেগ
-
‘আধুনিকায়নের নামে পরিবেশের ক্ষতি না করার আহ্বান’
-
‘বাড়ি ছাড়ব না’
-
অস্ট্রিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
-
তীব্র গরমে অস্থির চট্টগ্রাম
-
মহানবী (স:) এর রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
- ভাইকিংস এখন চট্টগ্রামে
- আরো কয়েকদিন বন্ধ থাকছে ফেসবুক
- চট্টগ্রামে ১০ পৌরসভায় বিএনপির দলীয় মেয়র প্রার্থী নির্ধারন
- চকরিয়ায় ডিলারের গুদাম থেকে ৮’ শ বস্তা সার আটক
-
চট্টগ্রামের প্রকৃতির প্রেমে অভিনেত্রী দেবশ্রী
-
যুগের সাথে তাল মিলিয়ে ফ্যাশন সচেতনতা বাড়ছে : সাংবাদিক শুকলাল দাশ
-
এডভোকেট উত্তম রায় সরকারি কৌসুলী নিযুক্ত হওয়ায় আজকের চট্টগ্রামের শুভেচ্ছা
- আকাশে সাদা মেঘের ভেলা আর হাওয়ায় কাশফুলের দুলুনি
- বন্ধুকে বন্ধুর বউদান !
- ট্রেনে কাটা পড়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিবের মৃত্যু
-
বান্দরবানে নীলগিরি-নীলাচলে অতিথি পরায়ণ মেঘ ভিজিয়ে দিয়ে যায় পর্যটকদের শরীর
- একলা ভ্রমণে নারীদের সবচাইতে নিরাপদ ৭ টি শহর
- পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও বেড়েছে আদা-রসুনের দাম
- সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বান্দরবান জেলা প্রেসক্লাব এর মানব বন্ধন
- দেশের সর্ববৃহৎ পাইকারী বাজার খাতুনগঞ্জ পরিদর্শনে টিসিবি চেয়ারম্যান
- নগরীতে ১২টি চোরাই ব্যাটারিসহ দুইজন গ্রেফতার
- নগরীতে তরুণীকে গণধর্ষণের দায়ে সাতজনের যাবজ্জীবন
- আগামী অক্টোবরে বাংলাদেশ-নেপাল-ভুটান-ভারত কার র্যালি
- প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ২৫ টাকা
- বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সরকারের নীতি নয়:তথ্যমন্ত্রী
- বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির দিশারী : এডভোকেট সুখময় চৌধুরী
- চট্টগ্রাম কেন্দ্রিয় শহীদ মিনারে জাতীয় শোক দিবসে বাংলাদেশ আওয়ামী তরুণ প্রজন্মলীগের মানববন্ধন
- চবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মর্নিংসান২৪ডটকম Date:২৭-১১-২০১৫ Time:১০:৫৪ অপরাহ্ণ
মোঃ সুমন চৌধুরী, চট্টগ্রাম অফিস : বিএনপিসহ ২০-দলীয় জোট পৌর নির্বাচনে অংশ নেয়ার নীতিগত সিদ্ধান্তের পর চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষনেতারা চট্টগ্রামের ১০ পৌরসভায় ১০ মেয়র প্রার্থী নির্ধারন করেছেন। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীদেরও গ্রীণ সিগন্যাল দেয়া হয়েছে। জেলার শীর্ষ নেতারা সংশি¬ষ্ট উপজেলা ও পৌরসভা কমিটির সাথে আলাপ করে প্রার্থী নির্ধারন করেছেন বলে জানিয়েছেন। প্রার্থী নির্ধারনের পর গতকাল অনেকেই মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়েছিলেন কিন্তু শুক্রবার হওয়াতে নিতে পারেননি-তাই আজ অথবা কাল মনোনয়ন ফরম নিবেন বলে জানিয়েছেন উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতারা।
গত বৃহস্পতিবার রাতে বৈঠকে পৌর নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। গুলশান কার্যালয়ে রাত নয়টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে এই বৈঠক শুরু হয়। এতে জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
গতকাল শুক্রবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন জোটের পক্ষ থেকে বলেন, নির্বাচন ১৫ দিন পিছিয়ে দেওয়াসহ কয়েকটি শর্তে আসন্ন পৌরসভা নির্বাচনে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
আগামী ৩০ ডিসেম্বর ভোটের দিন রেখে ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুসারে, আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন ১৩ ডিসেম্বর।
প্রার্থী নির্ধারনের ব্যাপারে চট্টগ্রাম জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী জানান, আমরা মেয়র এবং কাউন্সিলর প্রার্থী নির্ধারণ করে রেখেছি।
এদিকে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন জানান, আমাদের দক্ষিণ জেলায় ৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা কমিটির মিটিংয়ে আমরা এই ৪ পৌরসভায় মেয়র পদে প্রার্থী নির্ধারন করে দিয়েছি। পটিয়ার পৌরসভার মেয়র প্রার্থী সাবেক পৌর মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, সাতকানিয়া পৌরসভার মেয়র প্রার্থী রফিকুল আলম, বাঁশখালীর মেয়র প্রার্থী সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী এবং চন্দনাইশের মেয়র প্রার্থী নুরুল আনোয়ার। বিএনপির একটি সূত্র জানিয়েছে চন্দনাইশের পৌরসভা শেষ পর্যন্ত এলডিপির প্রার্থীকে ছেড়ে দিতে পারে বিএনপি।
এদিকে উত্তর জেলা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল আহসান জানান, উত্তর জেলার ৬ পৌরসভায় মেয়র প্রার্থী নির্ধারন করা হয়েছে। শেষ পর্যন্ত আবারো রাউজান পৌরসভা থেকে নিজেকেই মেয়র পদে নির্বাচন করতে হবে উলে¬খ করে তিনি জানান, রাউজানে অনেককেই অনুরোধ করেছি মেয়র পদে নির্বাচনের জন্য। কেউই সাহস করছে না। তাই শেষ পর্যন্ত আগুনের গোলা মাথায় নিতে হচ্ছে। এদিকে রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র প্রার্থী কাউন্সিলর মোঃ হেলাল, মিরসরাই পৌরসভায় নাছির উদ্দিন পারভেজ, বারৈয়ারহাট পৌরসভার মেয়র প্রার্থী মাঈনুদ্দিন লিটনকে প্রার্থী নির্ধারণ করা হয়েছে। মাঈনুদ্দিন লিটন মামলার কারনে নির্বাচন করতে না পারলে দিদারুল আলম নির্বাচন করবেন। এদিকে সন্দ্বীপ পৌরসভায় মেয়র প্রার্থী হাসমত আলী বাহাদুর, সীতাকুন্ড পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে ইউসুফ নিজামীকে মনোনয়ন করেছেন।