
চট্টগ্রাম অফিস:
নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় মঙ্গলবার দুপুরে স্টোভের চুলায় তেল দেওয়ার সময় মাইনউদ্দিন (৪২) নামে এক চা বিক্রেতা আগুনে পুড়ে আহত হয়েছেন।
আহত নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সুখচর এলাকার বাসিন্দা মৃত ফয়েজ আলীর ছেলে।
আহত মাইনদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ বলেন, স্টোভের চুলায় তেল দেওয়ার সময় শরীরে আগুন লাগে মাইনুদ্দিনে। তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।