
চট্টগ্রাম অফিস:
মহান ২১ এর প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রিয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক আর্পণ করেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন, বিভাগীয় কমিশনার মোহাম্মদ রুহুল আমিন, সিডিএ চেয়ারম্যান আবদুচ, সিএমপি কমিশনার ইকবাল বাহার ও জেলা পুলিশ সুপার।
নিয়ম অনুযায়ী রাত ১২টা ১ মিনিটে ফুল দেয়ার আনুষ্ঠানিকতা শুরুর পর নিয়ম অনুযায়ী প্রথমে প্রতিমন্ত্রী এবং মেয়র ফুল দেন। এরপর প্রতিবছর বিভাগীয় কমিশনার ফুল দেন।
নগর আওয়ামী লীগ বিএনপি, জাপা, জাসদ, যুবলীগ ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ভাষা সৈনিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদ মিনার উন্মুক্ত করে দিলে ফুল নিয়ে সর্বস্তরের নাগরিকের পদভারে স্মৃতির মিনার মুখোরিত হয়ে ওঠে।