
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুপুরে পৌর এলাকার পল্লবী মোড়ে কুমড়ার ভিতরে করে ঢাকায় ফেন্সিডিল ও এ্যামপোল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময়, কুমড়ার ভিতরে বিশেষ কায়দায় রাখা বিপুল পরিমাণ ফেন্সিডিল ও এ্যামপোল সহ একজনকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, বিরামপুর থানায় মাদক নির্মূলে কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। পরে আটককৃতকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মর্নিংসান/এসএ