-
জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
-
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
-
২৪ ফেব্রুয়ারি কর্ণফুলী টানেল খনন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
-
বাড়লো হজের খরচ
-
সহকারী সচিব হলেন নন-ক্যাডার ৪৬ কর্মকর্তা
-
সংসদ উপনেতা হলেন সৈয়দা সাজেদা চৌধুরী
- উপজেলা ভিত্তিক মাস্টারপ্ল্যান প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ‘উন্নয়নের ধারা গতিশীল রাখতে সশস্ত্র বাহিনীর সক্রিয় ভূমিকা প্রয়োজন’
- পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে: প্রধানমন্ত্রী
-
শেখ হাসিনাকে তিন দেশের সরকার প্রধানদের অভিনন্দন
-
জঙ্গিবাদ দমনে বাংলাদেশের পুলিশ বিশ্বে রোলমডেল: প্রধানমন্ত্রী
-
সংরক্ষিত নারী আসনে ভোট ৪ মার্চ
-
প্রথম ধাপে ৮৭ উপজেলায় নির্বাচন ১০ মার্চ
-
বিশ্বসভায় আমরা মাথা উঁচু করে চলবো: প্রধানমন্ত্রী
-
গণভবনে প্রধানমন্ত্রীর চা-চক্রে রাজনীতিকদের মিলনমেলা
-
নিজেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা অবহেলিত ভাবলে চলবে না: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীকে এডিবি প্রেসিডেন্টের অভিনন্দন
-
শুক্রবার অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
-
সংসদে বিরোধীদলের সমালোচনা গুরুত্বপূর্ণ: শেখ হাসিনা
-
সিনিয়র সচিব হলেন ৫ কর্মকর্তা
-
সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী
-
সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে ত্রুটি ছিল: সিইসি
-
শপথ নিলেন নবনির্বাচিত স্পিকার-ডেপুটি স্পিকার
-
টানা তৃতীয়বারের মতো স্পিকার হলেন ড. শিরীন শারমিন
- বিদ্যুৎখাতে ৮ হাজার ৬৯০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
-
একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু কাল
-
সড়ক-নৌ-রেল ও বিমান যোগাযোগে সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
-
দুর্যোগ সম্পর্কে বাংলাদেশের জনগণ এখন সচেতন: প্রধানমন্ত্রী
-
লে. কর্নেল পদে পদোন্নতি পেলেন ৪ নারী
মর্নিংসান২৪ডটকম Date:০৫-০২-২০১৯ Time:৬:২২ অপরাহ্ণ
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। পুলিশকে এমনভাবে কাজ করতে হবে যাতে সব নাগরিক তাদের জীবনের নিরাপত্তা পায়। অনেক মামলা করা হয়, কিন্তু সময়মতো তা শেষ করা হয় না। মামলা পরিচালনা করার ক্ষেত্রে পুলিশকে আরও নজরদারি বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটি বাস্তব যে যথাসময়ে পুলিশি মামলা শেষ হয় না এবং যিনি এই দায়িত্ব পালন করেন এটি তার দুর্বলতা। এজন্য এই বিষয় তদারকিতে আপনাদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। আপনাদের একটি টিম হিসেবে মামলার পরিণতির প্রতি লক্ষ্য রাখতে হবে। মঙ্গলবার সকালে পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সিনিয়র পুলিশ সদস্যদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে ভূমিকা রাখতে হবে। মাদক একটা পরিবারকে ধ্বংস করে। আর এই মাদক থেকেই চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ সংঘটিত হয়। এ নেশায় সন্তানরা বাবা-মাকে পর্যন্ত হত্যা করে ফেলে। বাংলাদেশের মানুষ যেন শান্তি পায়, নিরাপত্তা পায়, সেভাবে আপনারা কাজ করবেন। ভালোভাবে দায়িত্ব পালন করবেন। সেটাই দেশের মানুষ ও আমরা আপনাদের কাছে আশা করি। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশের সফলতার ভূয়সী প্রশংসা করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। তাই এসবের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে পুলিশের অবশ্যই বিশেষ কৌশল থাকতে হবে এবং তাদের গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। তিনি বলেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হবে। কাজেই জনবান্ধব পুলিশ হয়ে আপনাদেরকে মানুষের আস্থ অর্জন করতে হবে। আমাদের লক্ষ্য- আমরা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করবো, আর ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। এজন্য রাজনৈতিক পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল থাকতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোকলেসুর রহমান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) (হাইওয়ে) আতিকুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম, ঢাকা তেজগাঁও জোনের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার এবং রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি প্রমুখ।