
চট্টগ্রাম অফিস: সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাট এলাকার বিবিরহাটের মাজারের সামনে রাস্তা পারাপারের সময লেগুনা গাড়ির ধাক্কায় ছামানা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছামানা খাতুন সীতাকুণ্ডের কদমরসূল এলাকার মৃত হাবিব উল্লাহর মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রাস্তা পারাপারের সময় লেগুনা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ছামেনা খাতুন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।