এস.এম. মাঈন উদ্দীন রুবেল
বন্ধু আমার তৈয়ুব
করে পরিকল্পিত পরিশ্রম,
মানবতার কাজে তার
অনেক বেশি শ্রম।
মানব সেবা বড় সেবা
এতেই বুঝি তার শান্তি পাওয়া,
নিজ স্বার্থ ত্যাগ করে
মানবতার স্বার্থে কাজ করে।
শান্ত-সৃষ্ট, বন্ধু প্রিয়
সবার কাছে অতি-প্রিয়,
হামেশা থাকে ব্যস্ত
লক্ষ্য তার অভীষ্ট।
আঁখিতে তার বড় হওয়ার স্বপ্ন
উদ্যোক্তাকে খুঁজে নেয় এজন্য,
খামার থেকে আরম্ভ করে
শিক্ষকতা পর্যন্ত করে সে ধন্য।