চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র, নগর আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত করেছেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের নেতারা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পাঁচলাইশ থানা ছাত্রলীগের নতুন কমিটির নেতারা নগরের ২ নম্বর গেট চশমা হিল এলাকায় মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত করেন।
কবরে কুরআন তেলোয়াত ও মোনাজাত পরিচালনা করেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।
এ সময় কমিটির সভাপতি মীর জিহান আলী খান, সহ-সভাপতি খোরশেদ আলী জনি, নাঈম বিন কাশেম, সোহরাব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক জহিরুল ইসলামসহ ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।