মর্নিংসান২৪ডটকম Date:০৪-০৮-২০১৪ Time:৯:৪৫ অপরাহ্ণ
সোমবার সকাল সাড়ে ৮টায় ওই এলাকার মৃত মোশারফ হোসেনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। আটকআজাদ গাজী নাটোর জেলার উত্তর চকির পাড়া এলাকার আবু তাহের গাজীর ছেলে। আরনাজমা চাঁদপুর শহরের পশ্চিম বিষ্ণুদী গ্রামের মো. ইউনুস খানের মেয়ে। নাজমারবাবা ইউনুস খান জানান, সকালে বাড়ির মালিক আমাকে ফোন করে খবর জানায়। ছুটেএসে দেখি নাজমাকে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। গত৫ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় তাদের। তাদের দাম্পত্য জীবনে দুই বছরেরএকটি ছেলে রয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়েআসে। এদিকে স্বামী আজাদ গাজী বলেন, আমি শুধু একটা থাপ্পর মেরেছি। এর পর কি হয়েছে আমি জানি না। আজাদ পেশায় একজন শ্রমিক। চাঁদপুরসদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আবদুল কাইয়ুম জানান,নাজমারলাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তার পায়ের হাটু পর্যন্ত মাটিতেলেগে ছিল। এ কারণে এটি হত্যাকান্ড হিসেবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এঘটনায় নাজমার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেওজানান ওসি। চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় স্ত্রী নাজমাবেগমকে (২৪) খুন করে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছে ঘাতক স্বামী। পরেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।