মর্নিংসান২৪ডটকম Date:০২-০৫-২০১৫ Time:৪:০৭ অপরাহ্ণ


chattagramnews.com
আরিফুল হাসনাত, রাঙ্গুনিয়া প্রতিনিধি : সাংবাদিকরা হচ্ছেন জাতীর বিবেক, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। তাই সকল পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে পূর্বের ন্যায় রাঙ্গুনিয়ার উন্নয়নে অবদান রাখতে হবে। অনৈক্যর কারণে অনেক সময় প্রকৃত সাংবাদিকদের বিভিন্ন মহলের নিকট নিগৃহীত হতে হয়। মহান স্বাধীনতা যুদ্ধে জাতীকে সুসংগঠিত করতে গিয়ে অনেক সাংবাদিক নিজের জীবনকে উৎর্সগ করেছেন। জাতী এখনও তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। সাংবাদিকদের সব সময় সর্তক ভাবে সকল সংকীর্ণতার উর্দ্ধে উঠে বস্তুনিষ্ট সাংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। রাঙ্গুনিয়ার রাজনৈতিক পট পরিবর্তনে রাজনৈতিক নেতাদের চেয়ে সাংবাদিকদের অবদান অনেকাংশে বেশি। বৃহষ্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙ্গুনিয়া প্রেস কাবের নব নির্বাচিত কর্মকর্তাদের সাথে উপজেলা পরিষদ ও প্রশাসনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ এসব কথা বলেন। রাঙ্গুনিয়া প্রেস কাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসিরের সঞ্চালনায় নবনির্বাচিত কমিটির সভাপতি মো. সেলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমনি আকতার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. রেহেনা আক্তার, ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন, থানার অফিসার ইনর্চাজ মো. হুমায়ুন কবির, ওসি (তদন্ত) চন্দন কুমার চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান মো. মুজিবুল ইসলাম সরফি, ইদ্রিছ আজগর, ফজলুল কবির গিয়াসু, শহিদুল্লাহ চৌধুরী আয়ুব খান, জাহেদুর রহমান তালুকদার, পেয়ারুল হক চৌধুরী স্বপন, মোহাম্মদ সেলিম, প্রেস কাবের সিনিয়র সহ-সভাপতি পান্থ নিবাস বড়–য়া, সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল আবছার চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক আকাশ আহমেদ, সহ-সভাপতি মীর খান মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চাকমা, অর্থ সম্পাদক অনিরুদ্ধ অপু, দপ্তর ও প্রচার সম্পাদক অরিফুল হাসনাত, উপজেলা যুবলীগ নেতা মোরশেদ তালুকদার, লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম প্রমূখ। মত বিনিময় সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপজেলা চেয়ারম্যানের মুঠোফোনে রাঙ্গুনিয়া প্রেস কাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।

 

পাস্তুরিত দুধ নিয়ে কারসাজি আছে কি না দেখা উচিত: প্রধানমন্ত্রী» « চান্দগাঁওয়ে ডোমখালী খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু» « পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্তে নিহত ১৭, আহত ১২» « র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ধর্ষণকারীর নিহত» « গুজব রটনাকারীদের ধরিয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর» « লামায় বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ» « কক্সবাজার শহর রক্ষায় ঝাউবন করার নির্দেশ প্রধানমন্ত্রীর» « দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর» « সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি» « প্রাইভেটকারে করে এসে ছিনতাইয়ের চেষ্টা, ৩ জনকে গণপিটুনি» «