
আন্তর্জাতিক ডেস্ক: কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার পাঠানো শুভেচ্ছা বার্তায় সোনিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী।
টুইটারে মোদি লিখেন, কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে জন্মদিনে শুভেচ্ছা। সৃষ্টিকর্তা তাকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দান করুক।
সোনিয়া জন্মগ্রহণ করেন ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর। ১৯৯৮ সালে কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি দলীয় প্রধানের দায়িত্ব পালন করে আসছেন।
দেশটির সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধীই সবচেয়ে দীর্ঘ সময় ধরে দলটির প্রধানের পদে বহাল রয়েছেন।